Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজে আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজে আলোচনা সভা

১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজের ১নং কক্ষে সাহিত্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের সাহিত্য-সংস্কৃতি বিভাগের আহবায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদ্যুত কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কবি মফিজুল ইসলাম ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সোবহান বাবুল প্রমূখ।
এর আগে কলেজ ক্যাম্পাসে মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজ শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়।