
“দক্ষ হয়ে বিদেশ গেলে-অর্থ সম্মান দুই-ই মেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর ) সকাল ১০ টায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ চত্বরে আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মামুনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সোবহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আখতার, আইওএম প্রতিনিধি লায়লা তাসলিমা ও নামিরা ওভারসিজের মুজিবুর রহমান ভূইঁয়াসহ বিভিন্ন এনজিও, ব্যাংক কর্মকর্তা ও প্রবাসী প্রমূখ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল হাই-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তা এ্যাডভোকেট রওশন আরা, পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শেখ মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী ও প্রবাসে গমনেচ্ছুক জনসাধারণ প্রমূখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার সবচেয়ে দুঃখ এবং আফসোস লাগে তখন, যখন অপ্রাপ্ত বয়স্ক প্রবাসী ছেলে ও মেয়েদের দামি মটরসাইকেল ও দামি আইফোন চালাতে দেখি। যার কারনে ঐ সকল ছেলেমেয়েরা দূর্ঘটনার শিকার হয় এবং প্রবাসীদের অর্থ-সম্পদ নষ্ট হয়।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের সকল সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক বসানো হয়েছে। যে ডেস্কের মাধ্যমে প্রবাসীদের সকল সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, আমরা সবসময় দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করে প্রবাসে গমন করবো। অবৈধভাবে প্রবাসে যাব না। বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করবো।
সভা শেষে জেলার সর্বোচ্চ রেমিটেন্সধারী তিন জন প্রবাসী আলী আহাম্মদ কাজী, আবু সালেহ ফরাজী ও ফরহাদ হোসেনকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়। প্রিয়া সিকদারসহ দুইজন প্রবাসী সন্তানকে ২৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় এবং রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরষ্কার প্রদান করা হয়। এরপর উপস্থিত অতিথিরা মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |