
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬ টায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মাঠ চত্বরে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, জেলা বিজ্ঞ জিপি আলমগীর হোসেন মুন্সী।
সহকারী কমিশনার মামুনুর রশিদ এর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এ্যাডভোকেট মির্জা হযরত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সালাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকারসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের কথা আমাদের ভূলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের মনে ধারন করতে হবে। আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি বাংলাদেশের পতাকা। আর বাংলাদেশের এ স্বাধীনতার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ স্বাধীনতার নেতৃত্বে যে দল ছিল, তা হলো আওয়ামীলীগ।