
শরীয়তপুরে ব্রাক-এর আয়োজনে সমন্বিত উন্নয়ন পুনর্বিবেচনায় পুনর্বাসনের সহায়তা সম্পর্কিত সিএসও-এর সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রকল্পের প্রবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পুনরায় সংহতকরণের লক্ষ্যে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় রয়েল ডেনিস এম্বাসি ও ব্র্যাকের সহযোগিতায় এসডিএস ট্রেনিং সেন্টার একাডেমিতে সিএসও-এর সাথে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এ পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, শরিয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, শরীয়তপুর টিটিসি’র অধ্যক্ষ স. ম. জাহাঙ্গীর আখতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম হোসিয়ার, বাংলাদেশ মানবাধিকার শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, দূর্ণীতি প্রতিরোধ কমিটির শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট, নুসা এনজিও’র ডিডি জয়দেব চন্দ্র কুন্ডু, জেপিএসের নির্বাহী পরিচালক দীনেশ চন্দ্র দাস, সৌডেপ এর নির্বাহী পরিচালক মোঃ শামীম খন্দকার, এডভোকেট এনামুল হক সবুজ, সাংবাদিক হারুনুর রশিদ, খোরশেদ আলম বাবুল, রাজিব হোসেন রাজন, রাকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
পরামর্শ সভায় প্রবাসীরা যাতে সঠিকভাবে কোন রকম হয়রানী ছাড়া আর্থিক সহযোগিতা নিয়ে বিদেশ যেতে পারে এবং বিদেশ থেকে প্রবাসীরা এসে আর্থিক সহযোগিতা নিয়ে যাতে সঠিক কর্মসংস্থান ও বাসস্থান পায়, তা আলোচনা হয়। আর এর জন্য ব্রাক এনজিও প্রবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে। #
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |