
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোক্তা ২০ ডিসেম্বর শুক্রবার সপরিবারে দুপুরের খাবার খেতে যান শরীয়তপুর সদর উপজেলার নিউ ম্যাগডোনাস চাইনিজ রেস্টুরেন্টে। সেখানে বিরিয়ানি খেতে গিয়ে তারা দেখেন তাদের বাসি বিরিয়ানি খেতে দেয়া হয়েছে। খাবারটি খেতে না পেরে বিল পরিশোধ করে তারা চলে যান এবং বাসায় গিয়ে ফোন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যালয় এর নাম্বারে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। উক্ত অভিযোগে নিউ ম্যাগডোনাস চাইনিজ রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অভিযান পরিচালিত হয় সদর উপজেলার হোটেল সুরুচিতে। সেখানে একই ফ্রিজে কাচা মাংসের সঙ্গে বাসি মাছ, মাংস, খিচুড়ি ও শিক কাবাব পাওয়া যায়। এই অপরাধে হোটেল সুরুচিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন শরীয়তপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন ও পালং মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |