শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বিজয় দিবস উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজয় দিবস উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল ৯ টা থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজয় দিবস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মোঃ জোনায়েত আহমেদ, মোঃ কারুজ্জামান, তানভীর ইসলাম পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরীক্ষা নিয়ন্ত্রক সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।


error: Content is protected !!