Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বাস চাপায় পথচারি নিহত

শরীয়তপুরে বাস চাপায় পথচারি নিহত

শরীয়তপুর সদর উপজেলার বালার বাজার শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় অশোক চন্দ্র দে (৫৫) নামের এক পথচারি নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অশোক চন্দ্র দে উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র দে’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গোসাইরহাটের নাগেরপাড়া থেকে ছেড়ে আসা (আয়শা এন্টারপ্রাইজ) নামে একটি বাস শরীয়তপুর সদরের দিকে যাত্রি নিয়ে আসতেছিল। সদরের রুদ্রকর বালার বাজার পর্যন্ত আসলে অপরদিক থেকে একটি ইটভাটার ট্রাক সাইট দিতে গিয়ে বাসটি পথচারি অশোক চন্দ্র দে’র উপর উঠে যায়। ঘটনাস্থলেই অশোকের মৃত্যু হয়। ময়না তদন্তর জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশের তদন্ত ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়েছে। মরদেহ ময়নাতদন্ত’র জন্য মর্গে নেয়া হয়েছে।