Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে শীতকালীন সব্জির দাম কমেছে

শরীয়তপুরে শীতকালীন সব্জির দাম কমেছে

শরীয়তপুরে শীতকালীন শাক-সব্জির সরবরাহ বেড়েছে। দাম কমে ক্রেতার ক্রয়ের সাধ্যের মধ্যে এসেছে। দূর্লভ পেঁয়াজের দামও কমেছে অনেক। শীতকালীন সব্জির প্রধান রুচিবর্ধক লাউয়ের দাম ক্রেতাকে ভীত করে। অথচ মাছ মাংসের দাম আগের জায়গায় থেমে আছে।
শরীয়তপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখে যায়, বাজারে বেগুন, মুলা, আলু, পালঙ্ক শাক, লাল শাক, ফুলকফি, বাঁধাকফি, গাজর, শালগম, সিমসহ নানা প্রজাতির শাক-সব্জির সরবরাহ বেড়েছে। এই সকল সব্জির দাম প্রতি কেজির মূল্য ২৫ থেকে ৪০ টাকা মধ্যে। লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হয়। নতুন ঁেপয়াজ বিক্রি হয় ৯০ টাকা দরে।
গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা, খাসী ৭০০ টাকা দরে বিক্রি হয়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৩০ টাকা দরে বিক্রি হয়। সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হয় ২০০ থেকে ২২০ টাকা দরে। দেশী মুরগি ও হাঁস প্রতি কেজি ৪০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ রয়েছে। মাছের মূল্য ক্রেতার সাধ্যের মধে রয়েছে বলে ক্রেতাগণের পক্ষ থেকে কোন অভিযোগ থাকছে না।
বাজার ও দোকান ভেদে শাক-সব্জি ও মাংসের দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকার হেরফের রয়েছে। একজন খুচরা ব্যবসায়ীর সাথে আলাপ কালে জানায় শাস-সব্জির ক্ষেত্রে পাইকারী বাজারের সাথে খুচরা বাজারে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকার ব্যবধান রয়েছে। অনেক সময় বাজার ভেদে আরও ৫-১০ টাকার হেরফের হতে পারে।