Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জেলা শহরে ৭৭টি দোকান উচ্ছেদ

শরীয়তপুরে জেলা শহরে ৭৭টি দোকান উচ্ছেদ

শরীয়তপুর পৌরসভার বটতলা এলাকায় খালের ওপর অবৈধভাবে নির্মিত ৭৭ টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে উচ্ছেদ হওয়া ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের এই জায়গা জেলা পরিষদ বরাদ্দ দিয়েছেন।
জেলা পরিষদ সূত্র জানায়, জেলা পরিষদ ১৯৯৮ সালে ওই জায়গা বিভিন্ন ব্যক্তির কাছে বরাদ্দ দেন। সেখানে খালের ওপর দোকান নির্মাণ করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের জমি হওয়ায় ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ জানান, অবৈধভাবে সরকারি জায়গায় অপরিকল্পিতভাবে এসব দোকান নির্মাণ করা হয়েছিল। জেলা প্রশাসনের পক্ষে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭৭ টি দোকান সবগুলোই উচ্ছেদ করা হচ্ছে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পালং মডেল থানা পুলিশের ওসি (অপারেশন) মো. আশরাফুল ইমলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।