Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইত্তেফাক’র ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে ইত্তেফাক’র ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে দৈনিক ইত্তেফাক’র ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৈনিক ইত্তেফাকের শরীয়তপুর প্রতিনিধি, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদ, শরীয়তপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, পিপি মির্জা হজরত আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, এশিয়াননিউজবিডি.কমের সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান।
এ সময় জেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।