Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে বেইলি সেতুর দুটি প্লেট বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে বেইলি সেতুর দুটি প্লেট বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহিষার ইউনিয়নের জাজিয়াহার খালের ওপর নির্মিত এ সেতুর পশ্চিমপাশে ট্রাক নিয়ে স্টিলের প্লেট ভেঙে পড়েছে।
এতে সকাল থেকে সেতুটির দুই পাশে শতাধিক গাড়ি আটকে আছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন গাড়ির চালকরা। যাত্রীবাহী ও হালকা যানবাহনগুলোরে চালকদের বিকল্প পথে যাতায়াত করতে অনুরোধ করেছে সড়ক ও জনপথ। আটকে পড়া ট্রাকটি উদ্ধার শেষে ব্রিজ সংস্কারের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদফতর শরীয়তপুর-চাঁদপুরে যোগাযোগের জন্য ১৯৯৮ সালে সেতুটি নির্মাণ করে। এরপর থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় সেতুটির ওপরের প্লেটের নাট খুলে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাথর কয়লা ভর্তি একটি ট্রাক সেতুটি পাড় হওয়ার সময় দুটি প্লেট বিধ্বস্ত হয়। নড়বড় হয়ে যায় পাঁচটি প্লেট। স্থানীয়দের সহযোগিতায় ৫ ঘন্টার চেষ্টা করে ট্রাকটি উদ্ধার করেন ড্রাইভাররা।
ট্রাকচালক জহির পাটোয়ারি বলেন, বেনাপোল থেকে ট্রাক ভর্তি পাথর কয়লা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বেইলি সেতুটির প্লেটের নাট খুলে যায় এবং ট্রাকটির পিছনের বামপাশের চাকা ডেবে যায়।
গাড়িচালক রনি সিং, মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা চট্টগ্রাম যাব। আসছি বেনাপোল থেকে। কিন্তু বেইলি ব্রিজ ভেঙে পড়ায় গাড়ি নিয়ে সকাল থেকে বসে আছি । সেতুটি ভেঙে পড়ায় আবার বেনাপোল ফিরে যেতে হতে পারে।
শরীয়তপুর সড়ক ও জনপথ অধিদফতর নির্বাহী প্রকৌশলী মো. আশিক কাদির জানান, একটি ট্রাক প্রয়োজনের চেয়ে বেশি মাল বহন করে সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় সেতুটি ভেঙে যায়। এতে করে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যায়। দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে। ব্রীজটি সংস্কার হতে অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘসময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্রিজের উভয় পাশে শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। তবে জানুয়ারি থেকে প্রতিটি ব্রিজের কাজ নতুন করে শুরু হবে।