
শরীয়তপুরে বিসিক বিজয় মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫ টায় শরীয়তপুর পৌরসভা চত্বরে জেলা প্রশাসক কাজী আবু তাহের ফিতা কেটে এই বিজয় মেলার উদ্বোধন করেন।
৬ দিনব্যাপি এই মেলার আয়োজন করেছেন গ্রামীণ নারী উন্নয়ন সংস্থা। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন জেলা প্রশাসন, বিসিক, বিডা, নাসিব, চেম্বার অব কমার্স শরীয়তপুর ও স্থানীয় বিভিন্ন বেসরকারি সংস্থা। শরীয়তপুর শিল্প সহায়ক কেন্দ্র বিসিক এর উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীণ নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আফসানা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট রওশন আরা বেগম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান এসডিও’র নির্বাহী পরিচালক সাংবাদিক মাহাবুবুর রহমান। এ সময় সুপ্রীম কোর্টের আইনজীবী সিফাত নাহার সুমি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও মেলায় উপস্থিত দর্শনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প সহ প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে। আগামী ৬দিন এই মেলা চলমান থাকবে। মেলার আয়োজক গ্রামীণ নারী উন্নয়ন সংস্থান চেয়ারম্যান সকলের উপস্থিতি কামনা করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |