
শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গানগরে বিজয় দিবস উপলক্ষে ১৩৫ জন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে গঙ্গানগর বাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ শরীয়তপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলমাস হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার ও গঙ্গানগর বাজারের ইজারাদার মো. ইলিয়াস ঢালী।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মাদবর, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সরদার, প্রচার সম্পাদক শাহজাহান বেপারী, ইউপি সদস্য ইনসাব চৌকিদার, আব্দুল হালিম তালুকদারসহ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু যেমন দেশ দিয়ে গেছেন, ভূখন্ড দিয়ে গেছেন, লাল সবুজের পতাকা দিয়ে গেছেন। আমরা মুক্তিযোদ্ধা তার পরিচয় করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিশ্বের দরবারে তুলে ধরছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্য দিয়েই মরতে চাই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |