Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জান্নাতুল নাইমা নামে এক স্কুলছাত্রী নিখোঁজ

শরীয়তপুরে জান্নাতুল নাইমা নামে এক স্কুলছাত্রী নিখোঁজ

শরীয়তপুরে জান্নাতুল নাইমা(১২) নামে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যলয়ে অধ্যয়নরত ৭ম শ্রেনীর ছাত্রী গত ২৯ ডিসেম্বর রবিবার পালং থানার তুলাসার গ্রামের এনায়েত মাঝীর ভাড়াটিয়া বাড়ী থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও গ্রামের সৌদি প্রবাসী আবু তাহের বেপারীর কন্যা। জানা যায়, জান্নাতুল নাইমার মা জান্নাতুল ফেরদৌস লাখি গত ২৮ ডিসেম্বর অনুমান সন্ধা ৬টায় তাকে ভাড়াটিয়া বাড়ি রেখে পালং থানাধীন তার নানার বাড়ি ধামসী বেড়াতে গেলে ২৯ ডিসেম্বর অনুমান সাড়ে ৪টায় এসে তার মেয়েকে অনেক খোজাখুজি করেও পায়নি। এ বিষয়ে জান্নাতুল নাইমার মা জান্নাতুল ফেরদৌস লাখি ২৯ ডিসেম্বর পালং মডেল থানা বরাবর একটি জিডি করেছে, যার নং-১৫৪৮। মেয়েটির অনুমান উচ্চতা ০৪ ফুট ০৮ ইঞ্চি। যদি কোন দয়াবান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাকে তার মাতা জান্নাতুল ফেরদৌস লাখির ০১৭৯২২২৪৩৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করুন।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি আসলামউদ্দিনকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জান্নাতুল নাইমা(১২) নামে একটি হারানো গিয়েছে। এজন্য একটি হারানো জিডি করা হয়েছে।