সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী’র পরিচালনায় নড়িয়া উপজেলার ভোজেস্বর বাজার, গোলার বাজার ও ঘড়িষার বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, কাচাবাজার, ঔষধের দোকানসহ প্রায় ৬০ টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় পন্যের মূল্য বেশি নেয়া ও মূল্য তালিকা প্রদর্শণ না করায় ২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

এছাড়া বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ৩ বস্তা মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খেজুর ধ্বংস করা হয়। অভিযানে ন্যায্যমূল্যে পন্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়। শরীয়তপুরের বাজারে পন্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে অভিযানে প্রতিয়মান হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!