
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া কৃষককে সবজি চাষে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে ১’শ কৃষকের মাঝে ঢেড়স, শসা, ঝিঙা, ধুন্দল, কুমড়া, ডাটাশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মোতাবেক কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে এ বীজ বিতরণ করা হয়।
সোমবার ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কৃষক-কৃষানীদের হাতে বীজের প্যাকেট তুলে দেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় বিতরণে অংশগ্রহণ করেন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, পালং মডেল থানা ওসি আসলামউদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য ও বিজ্ঞ জিপি আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, পালং মডেল থানা ওসি(তদন্ত) মো: আশরাফুল ইসলাম, চিতলিয়া আওয়ামীলীগ সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবর, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ ও জেলা ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওন প্রমূখ।
এ সময় পুলিশ সুপার বলেন, করোনা দুর্যোগে যাতে কোন কৃষি জমিই খালি না থাকে। সবাই যেন নিজ নিজ উদ্যোগে সবজি চাষাবাদ করে খেতে পারে এজন্য পর্যায়ক্রমে জেলার সব উপজেলার কৃষকদের মাঝে এ বীজ সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণের অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়।