Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জের সখিপুরে আরো ১ জনের করোনা পজেটিভ, জেলায় আক্রান্তের সংখ্যা-৬১, মৃত্যু ০২ ও সুস্থ ০৬

ভেদরগঞ্জের সখিপুরে আরো ১ জনের করোনা পজেটিভ, জেলায় আক্রান্তের সংখ্যা-৬১, মৃত্যু ০২ ও সুস্থ ০৬
ভেদরগঞ্জের সখিপুরে আরো ১ জনের করোনা পজেটিভ, জেলায় আক্রান্তের সংখ্যা-৬১, মৃত্যু ০২ ও সুস্থ ০৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নতুন করে আরও ১ টি নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তি ২৯ বছরের পুরুষ। তিনি সখিপুর ইউনিয়নের হামিদ মুন্সি কান্দির বাসিন্দা। সে ঢাকার একটি পোষাক কারখানায় চাকুরি করতো। এর আগে চরকুমারিয়া ইউনিয়নের এক নারীর দেহে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬১ জনে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন ও নতুন ৪ জনসহ এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ২ জন ও শরীয়তপুর সদর হাসপাতালে সন্দেহভাজন চিকিৎসাধীন রয়েছে ২ জন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ।

তিনি আরও জানান, এ পর্যন্ত সখিপুরে নতুন আরও ১ জনসহ শরীয়তপুর জেলায় মোট ৬১ জনের করোনা পজেটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় মোট ১৪৮০ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহিত হয়েছে এবং ১৩৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে, যার মধ্যে ৬১ টি নমুনার ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে নতুন করে সদর উপজেলার ৪ জন কোভিড-১৯ সংক্রান্ত রোগীকে সুস্থ্য ঘোষণা করা হয়েছে। এর আগে নড়িয়া উপজেলার ১ জন ও ডামুড্যা উপজেলার ১ জন সুস্থ সহ বর্তমানে জেলায় মোট সুস্থ ৬ জন।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা হলো সদর উপজেলায় ১২ জন, জাজিরা উপজেলায় ০৯ জন, নড়িয়া উপজেলায় ১২ জন, ভেদরগঞ্জ ০৫ জন, গোসাইরহাট উপজেলায় ০২ জন, ডামুড্যা উপজেলায় ২১ জন করোনা রোগী পজিটিভ এসেছে। এছাড়া সদর উপজেলায় নতুন সুস্থ ৪ জন, ডামুড্যা উপজেলায় ১ জন করে সুস্থ্য ও মৃত এবং নড়িয়া উপজেলায় মৃত ১ জন।