
শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া এবং কোভিড-১৯ করোনা পরিস্থিতি মোকাবেলায় ৫ম বারের মতো প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ১০ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের ৩৩ জন সদস্য।
আলোচনা সভায় আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, ইকবাল অপুর নির্দেশে করোনা মোকাবেলায় সদর উপজেলা আওয়ামীলীগ যেভাবে পেছনে তাদের কার্যক্রমে ত্রুটি করেনি এবং পিছিয়ে থাকেনি, তেমনি আগামীতে করোনা মোকাবেলায় কোন কাজে সদর উপজেলা আওয়ামীলীগ পিছিয়ে থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ইকবাল হোসেন অপুর নির্দেশে যে কোন ঝুঁকি বহন করে সদর উপজেলা আওয়ামীলীগ তাদের কার্যক্রম চালিয়ে যাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা করে তার দীর্ঘায়ু চেয়ে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |