
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর বেসরকারি অনুদান হতে ৬’শ পরিবহণ শ্রমিকদের মধ্যে ঈদখাদ্য সামগ্রী দিলেন ইকবাল হোসেন অপু এমপি।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুরে ঘর থেকেই বের হচ্ছে না মানুষ। বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এ পরিস্থিতিতে দুস্থ ও নিম্নবিত্ত গণপরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের বেসরকারি ত্রাণ তহবিল থেকে ইকবাল হোসেন অপু এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন পুকুর পাড় ও পৌর বাসস্ট্যান্ডে শুক্রবার (২২ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের বেসরকারি ত্রাণ তহবিল হতে গণপরিবহন শ্রমিক বাস, ট্রাক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের ৫৭৫ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, আলু ১ কেজি, পিয়াজ ৫০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মাহবুর রহমান শেখ, সদর এসি ল্যান্ড ফাতেমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আন্ত:জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদারসহ মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।