
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বালার বাজার আনোয়ার খা’র মুদি দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকার সময় স্থানীয় জনতার হাতে দুই চোর আটক হয়েছে। মঙ্গলবার ১৬ জুন ভোরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- উপজেলার চরপাতাং গ্রামের আলী আকবর ব্যাপারীর ছেলে সাকিল ব্যাপারী (১৭) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরলক্ষীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হামিম (১৯)।
পালং মডেল থানা পুলিশের তদন্ত ওসি মো. আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানায়, আজ ভোরে বালার বাজার আনোয়ার খা’র মুদি দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকার সময় এলাকাবাসী তাদের দেখে ফেলে। চোরদের ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনতা সাকিল ও হামিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।