Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মুদি দোকানে চুরির সময় শরীয়তপুরে হাতেনাতে দুই চোর আটক

মুদি দোকানে চুরির সময় শরীয়তপুরে হাতেনাতে দুই চোর আটক
মুদি দোকানে চুরির সময় শরীয়তপুরে হাতেনাতে দুই চোর আটক

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বালার বাজার আনোয়ার খা’র মুদি দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকার সময় স্থানীয় জনতার হাতে দুই চোর আটক হয়েছে। মঙ্গলবার ১৬ জুন ভোরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার চরপাতাং গ্রামের আলী আকবর ব্যাপারীর ছেলে সাকিল ব্যাপারী (১৭) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরলক্ষীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হামিম (১৯)।

পালং মডেল থানা পুলিশের তদন্ত ওসি মো. আশরাফুল ইসলাম ও স্থানীয়রা জানায়, আজ ভোরে বালার বাজার আনোয়ার খা’র মুদি দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকার সময় এলাকাবাসী তাদের দেখে ফেলে। চোরদের ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনতা সাকিল ও হামিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।