
নতুন করে শরীয়তপুর সদর উপজেলায় সিভিল সার্জন অফিসের একজন মেডিক্যাল অফিসার, দুইজন পুলিশ সদস্যসহ পৌরসভায় ০৭ জন, বিনোদপুর ইউনিয়নে ০১ জন ও ডোমসার ইউনিয়নে ০১ জন, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে ০২ জন, মূলনা ইউনিয়নে ০২ জন, জাজরিা পৌরসভায় ০২ জন, সেনেরচর ০১ জন ও পালেরচর ০১ জন, ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে ০২ জন, পৌরসভায় ০১ জন, রামভদ্রপুর ০১ জন, চরভাগা ০১ জন ও মহিষার ইউনিয়নে ০১ জন, নড়িয়া উপজেলার পৌরসভায় ০৪ জন, ডিঙ্গামানিক ইউনিয়নে ০১ জন, ভোজেশ^র ইউনিয়নে ০১ জন ও ঘরিষার ইউনিয়নের ০১ জন, ডামুড্যা পৌরসভায় ০১ জন, গোসাইরহাট উপজেলার ইউদলপুর ইউনিয়নে ০২ জন ও গোসাইরহাট ইউনিয়নে ০১ জনসহ মোট ৩৪ জনের দেহে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের একজন নারীর তথ্য শরীয়তপুর জেলায় অন্তর্ভূক্ত হওয়ায় শরীয়তপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৫ জনের মৃত্যু হয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় ১০ জন, জাজিরায় ১০ জন ও ভেদরগঞ্জে ০৬ জনসহ মোট ২৬ জন করোনা রোগিকে সুস্থ ঘোষণা করা হয়েছে। জেলায় মোট সুস্থ ১৩৫ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ২৮২ জনে।
সোমবার ১৫ জুন রাতে ও মঙ্গলবার ১৬ জুন বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪২ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৩ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ০৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় নতুন ০৯ জনসহ মোট আক্রান্ত ৭৯ জন ও সুস্থ ৩৯ জন। জাজিরা উপজেলায় নতুন ০৮ জনসহ মোট আক্রান্ত ৫৩ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় নতুন ০৭ জনসহ মোট আক্রান্ত ৪৭ জন, সুস্থ ১৮ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় নতুন ০৬ জনসহ মোট আক্রান্ত ৪৬ জন, সুস্থ ১৯ জন ও মৃত্যু ১ জন। গোসাইরহাট উপজেলায় নতুন ০৩ জনসহ মোট আক্রান্ত ২২ জন, সুস্থ ৯ জন। ডামুড্যা উপজেলায় নতুন ০১ জনসহ মোট আক্রান্ত ৩৫ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।