
কোভিড-১৯ প্রতিরোধে সদর উপজেলার পালং বাজার, প্রেমতলা, নিরালা, স্বর্ণঘোষ ও পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ২০ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
মঙ্গলবার ১৬ জুন বিকাল সাড়ে ৪ টা হতে সন্ধ্যা সাড়ে ৮ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ সবাইকে করোনার বিভিন্ন বিষয়ে সতর্ক করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন্যূন ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। তিনি আরও বলেন, প্রত্যেকদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।