
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির গাছ লাগানো কর্মসূচির কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুন বুধবার শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে গাছ লাগানো কর্মসূচিতে দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দরা।
এ সময় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দের গাছ লাগানো কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়।