শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

ঔষধ ও সার্জিক্যাল পণ্যের সরবরাহ, মান ও মূল্য যাচাই অভিযান

ঔষধ ও সার্জিক্যাল পণ্যের সরবরাহ, মান ও মূল্য যাচাই অভিযান

শরীয়তপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা ও পরিচালক(প্রশাসন ও অর্থ)-এর তত্ত্বাবধানে শরীয়তপুর জেলার সহকারী পরিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার সদর উপজেলায় ঔষধ ও সার্জিক্যাল পণ্যের দোকান সমুহে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

তদারকিকালে ঔষধ ও সার্জিক্যাল পণ্যের সরবরাহ, মান ও মূল্য যাচাই করা হয়। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থবিধি মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়। তদারকিমূলক এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!