
শরীয়তপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৫ জনের মৃত্যু হয়েছে ও ১৩৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে শরীয়তপুর সদর উপজেলায় পৌরসভার ০২ জন ও আংগারিয়া ইউনিয়নে ০১ জন, নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নে ০২ জন ও নড়িয়া পৌরসভায় ০১ জন, ভেদরগঞ্জ পৌরসভায় ০৩ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ০৪ জনসহ মোট ১৩ জনের দেহে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ২৯৫ জনে।
বুধবার ১৭ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৭৬ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৩ হাজার ৮৪৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন করে কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি। প্রতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ০৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় নতুন ০৩ জনসহ মোট আক্রান্ত ৮২ জন ও সুস্থ ৩৯ জন। জাজিরা উপজেলায় আক্রান্ত ৫৩ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় নতুন ০৩ জনসহ মোট আক্রান্ত ৫০ জন, সুস্থ ১৮ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় নতুন ০৩ জনসহ মোট আক্রান্ত ৪৯ জন, সুস্থ ১৯ জন ও মৃত্যু ১ জন। গোসাইরহাট উপজেলায় নতুন ০৪ জনসহ মোট আক্রান্ত ২৬ জন, সুস্থ ৯ জন। ডামুড্যা উপজেলায় আক্রান্ত ৩৫ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।