সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

শুক্রবার শরীয়তপুর করোনার খবর, নতুন করে ৩০ জন আক্রান্ত

শুক্রবার শরীয়তপুর করোনার খবর, নতুন করে ৩০ জন আক্রান্ত

শরীয়তপুরে নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ৩৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৫ জন। এছাড়া মোট সুস্থ হয়েছে জেলায় ১৩৬ জন।

এ পর্যন্ত জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪৩৭৫ টি, এতে ফলাফল হাতে এসেছে মোট ৪০১৯ জনের। শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ ১৯ জুন শুক্রবার রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে সদর উপজেলার ০৭ জনের মধ্যে সদর পৌরসভার ০৭ জন, নড়িয়া উপজেলার ০৫ জনের মধ্যে নড়িয়া পৌরসভার ০৩ জন, রাজনগর ইউনিয়নের ০১ জন, ভোজেশ্বর ইউনিয়নের ০১ জন, জাজিরা উপজেলার ০৩ জনের মধ্যে জাজিরা পৌরসভার ০১ জন, মূলনা ইউনিয়নে ০১ জন, সেনেরচর ইউনিয়নে ০১ জন, ভেদরগঞ্জ উপজেলার ০২ জনের মধ্যে ভেদরগঞ্জ পৌরসভার ০১ জন, চরভাগা ইউনিয়নে ০১ জন, ডামুড‍্যা উপজেলার ০২ জনের মধ্যে ডামুড‍্যা পৌরসভার ০২ জন ও গোসাইরহাট উপজেলার ১১ জনের মধ্যে নাগেরপাড়া ইউনিয়নের ০৫ জন, ইদিলপুর ইউনিয়নের ০৪ জন, কোদালপুর ইউনিয়নের ০১ জন ও নলমুড়ি ইউনিয়নের ০১ জনসহ মোট আক্রান্ত ৩০ জন।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে মোট ১২ জন। এর মধ্যে সদর হাসপাতালে ভর্তি আছে ০৩ জন, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ০৪ জন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ০৩ জন, ডামুড‍্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ০১ জন ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ০১ জন ।


error: Content is protected !!