
শরীয়তপুর জেলার জাজিরা থানা বার্ষিক পরিদর্শণ করেছেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
বুধবার ১৭ জুন দুপুর ৩ টার দিকে পুলিশ সুপার এ পরিদর্শণ করেন এবং জাজিরা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত থেকে পরিদর্শণে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার, পিপিএম ও জাজিরা থানা পুলিশ পরিদর্শক তদন্ত এম. এ. মাজেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।