Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পিকেএসএফ’র কর্মসূচী-সহায়ক তহবিলের আওতায় শরীয়তপুরে শিক্ষাবৃত্তি প্রদান

পিকেএসএফ’র কর্মসূচী-সহায়ক তহবিলের আওতায় শরীয়তপুরে শিক্ষাবৃত্তি প্রদান
পিকেএসএফ’র কর্মসূচী-সহায়ক তহবিলের আওতায় শরীয়তপুরে শিক্ষাবৃত্তি প্রদান

২১ জুন রবিবার শরীয়তপুর এসডিএস প্রধান কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং এসডিএস এর বাস্তবায়নে “কর্মসূচী-সহায়ক তহবিল” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান-২০২০ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস’র উপদেষ্টা মজিবুর রহমান।

জেলা প্রশাসক কাজী আবু তাহের এই মহৎ উদ্যোগের জন্য পিকেএসএফ ও এসডিএসকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই কার্যক্রম চলমান রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা একাদশ এবং দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত, এরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ১২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা বৃত্তি পাবেন।

এ সময় সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন এসডিএস’র সহ-সমন্বয়কারী নাজমুল হক নান্নু ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।