
শরীয়তপুরে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলববার ২৩ জুন সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এডভোকেট আলমগীর হোসেন মুন্সীর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন্দ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আমীর হোসেন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ মজিবুর রহমান মাদবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল জমাদ্দার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান ও সাধারন সম্পাদক রাকিব হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।