সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

“সড়ক পরিবহন আইন ১লা জুলাই হতে সম্পূর্ন কার্যকরের লক্ষ্যে শরীয়তপুরে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। ছবি- দৈনিক রুদ্রবার্তা।

“সড়ক পরিবহন আইন-২০১৮” আইনটি ১লা জুলাই হতে সম্পূর্ন কার্যকর করার লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।

মঙ্গলবার ২৩ জুন বিকাল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের অডিটোরিয়ামে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার বলেন রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন কোন যানবাহন রাস্তায় চালানো যাবেনা। নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবেনা এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানো যাবেনা। সড়ক দূর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হতে হবে। এলোমেলো ভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করা যাবেনা এবং গনপরিবহনে প্রতিবন্ধী যাত্রীদের জন্যে সুযোগ সুবিধা রাখতে হবে। চালক বা কন্ডাক্টর কর্তৃক যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো যাবেনা।

সকলেই সরকারী আইন মেনে চলুন, এবং সরকারী আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতা করুন।
এছাড়াও শরীয়তপুরে ভাড়ায় চালিত যত অটো চালক ও মোটরসাইকেল চালক রয়েছেন তাঁদের সকলের আলাদা পোশাকের কথা বলেন পুলিশ সুপার।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম কোতয়াল, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, যানবাহন শাখা পুলিশ পরিদর্শক মোঃ জমাল হোসেন মীর, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বাস মালিক সমিতি সভাপতি ফারুক আহমেদ তালুকদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!