Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরে বাজার তদারকি অভিযান অব্যাহত

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরে বাজার তদারকি অভিযান অব্যাহত

শরীয়তপুরে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত রয়েছে। ২২ জুন সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং পরিচালক (প্রশাসন)-এর সার্বিক তত্ত্বাবধানে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

জেলার সদর উপজেলার পালং বাজারে পরিচালিত এই তদারকিমূলক অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাচা বাজার ও মসলার দোকান পরিদর্শণ করা হয়। বাজারে পণ্যের সরবরাহ, মান ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দ্বায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তাগিদ দেয়া হয়।

সচেতনতামূলক এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান।