Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্বাস্থ‍্যবিধি অমান‍্য করায় ভেদরগঞ্জে ৬ জনকে ৬’হাজার ৫০০ টাকা জরিমানা

স্বাস্থ‍্যবিধি অমান‍্য করায় ভেদরগঞ্জে ৬ জনকে ৬’হাজার ৫০০ টাকা জরিমানা
স্বাস্থ‍্যবিধি অমান‍্য করায় ভেদরগঞ্জে ৬ জনকে ৬’হাজার ৫০০ টাকা জরিমানা

কোভিড-১৯ প্রতিরোধে ভেদরগঞ্জ উপজেলার ছওগাও ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬’হাজার ৫০০ টাকা অর্থদণ্ড জরিমানা আরোপ করেন ভেদরগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা শংকর কুমার বৈদ‍্য। মঙ্গলবার ২৩ জুন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ভেদরগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা শংকর কুমার বৈদ‍্য বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের নেয় ভেদরগঞ্জ উপজেলার ছওগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পারস্পরিক দূরত্ব অন‍্যূন ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই সচেতনতা বৃদ্ধি ও মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ভেদরগঞ্জ থানা পুলিশ। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত রাখা হবে।