
শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের বালাবাজার থেকে নাগেরপাড়া রাস্তার বেহাল দশার কারনে ডামুড্যা থানার অন্তর্গত চাদেরহাট বাজার সংলগ্ন চাকা ডেবে ট্রাক উল্টিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ২৮ জুন রবিবার দুপুর ১ টার দিকে ডামুড্যা থানার অন্তর্গত চাদেরহাট বাজারে চাকা ডেবে ট্রাক উল্টিয়ে খাদে পরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরো জানা যায়, শরীয়তপুর থেকে ট্রাক ভর্তি বালু নিয়ে নাগের পাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানার পথে চাঁদেরহাট বাজারে এ ঘটনা ঘটে। মূলত: বালারবাজার টু নাগেরপাড়া রাস্তার সংস্কার কাজে বিলম্ব হওয়ার কারনে প্রায়-ই এ রকম দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।