Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরে বাজার তদারকি অভিযান

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরে বাজার তদারকি অভিযান
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরে বাজার তদারকি অভিযান

২৯ জুন সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং পরিচালক (প্রশাসন) এর সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুরে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

জেলার সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে পরিচালিত এই তদারকিমূলক অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শণ করা হয়। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মান ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দ্বায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তাগিদ দেয়া হয়। সচেতনতামূলক এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান।