
শরীয়তপুরে নবাগত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: পারভেজ হাসান।
রবিবার ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-আমিন-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শরীয়তপুরসহ ২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে শরীয়তপুর জেলায় মো: পারভেজ হাসানকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া একই প্রজ্ঞাপনে চাপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব মো: মঞ্জুরুল হাফিজ।