শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক পারভেজ হাসান

শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক পারভেজ হাসান

শরীয়তপুরে নবাগত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: পারভেজ হাসান।

রবিবার ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-আমিন-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শরীয়তপুরসহ ২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে শরীয়তপুর জেলায় মো: পারভেজ হাসানকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া একই প্রজ্ঞাপনে চাপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব মো: মঞ্জুরুল হাফিজ।


error: Content is protected !!