Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জাজিরা বাজারে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জাজিরা বাজারে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে কৃষি পন্যের বীজ ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শণ করাসহ চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, মূল্য ও সরবরাহ তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। তন্মধ্যে মেয়াদউত্তীর্ন বীজ ও কীটনাশক বিক্রি করায় মেসার্স খান ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় মেসার্স রহিম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।