Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুরের গোলাম মোস্তফা চেয়ারম্যান ও ফরিদপুরের আয়নাল ভারপ্রাপ্ত মহা-সচিব

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নতুন কমিটি গঠণ

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নতুন কমিটি গঠণ
৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নতুন কমিটি গঠণ

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যেগে কেন্দ্রীয় কমিটি করা উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে ১০ অক্টোবর শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের কমিটির মূল্য লক্ষ্য বর্তমান, নতুন ও আগামী প্রজন্মদের মাঝে এবং ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন খান (আয়নাল)।

সভায় সকল জেলার সদস্যদের মতামতে ও সমর্থনে পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ৫ বছরের জন্য সরদার গোলাম মোস্তফাকে পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। মহাসচিব পদের জন্য কোনো সদস্য আগ্রহ প্রকাশ না করায় উক্ত মহা সচিব পদ শূন্য রেখে অন্যান্য পদ ঘোষনা করা হয়। সভায় ভারপ্রাপ্ত মহা সচিব পদে আনোয়ার হোসেন খান আয়নাল কে রাখার মতামত দেয় উপস্থিত সকল সদস্যবৃন্দ।

নিন্মে সকল সদস্যদের নাম ও পদবী দেয়া হল। কিছু সদস্য পদ পরবর্তীতে অন্তর্ভূক্ত করা হবে এবং পরবর্তীতে পদ রদ বদল করা হতে পারে।

কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- চেয়ারম্যান (কার্যকরি) সরদার গোলাম মোস্তফা (শরীয়তপুর), সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটি শূণ্য আছে, ভাইস চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন (খাগড়াছড়ি), হাবিবুর রহমান (চাঁদপুর), মোঃ ইনুছ মিয়া (রাঙ্গামাটি), আঃ হামিদ (ময়মনসিংহ), আঃ ছালাম (পটুয়াখালী) ও মোঃ খলিলুর রহমান (শরীয়তপুর), মহা-সচিব (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন খান (আয়নাল) (ফরিদপুর), যুগ্ম মহা সচিব নুর নবী ভূইয়া বকুল (নেত্রকোনা), আনোয়ারুল হক (গাজীপুর), আঃ রাজ্জাক খান (গোপালগঞ্জ) ও দুলাল কান্তি রায় (যশোর), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খান (ফরিদপুর), যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফজলুল হক (ময়মনসিংহ), আঃ মতিন (নোয়াখালী), আবু তাহের (ঢাকা), আবুল কালাম সামসুদ্দিন (বরিশাল), আঃ জলিল হাওলাদার (বাগেরহাট), হাবিবুর রহমান শেখ (রাজবাড়ী), মোঃ আব্দুস ছামাদ সেখ (সিরাজগঞ্জ) ও শুকুমার দাস (গাজীপুর), প্রচার সম্পাদক এনামুল হক লাক মন্ডল (জামালপুর), সহঃ প্রচার সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (ঢাকা), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আঃ জলিল (শেরপুর), সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম (মুন্সীগঞ্জ), ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এয়াকুব আলী বাহার (ফেনী), সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী (লালমনিরহাট), দপ্তর সম্পাদক মোঃ রতন আলী (ফরিদপুর), সহঃ দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরদার (শরীয়তপুর), অর্থ সম্পাদক হোসাইন আহম্মেদ খান (কুমিল্লা), সহঃ অর্থ সম্পাদক আমির হোসেন (চট্টগ্রাম), আইন বিষয়ক সম্পাদক এ্যাড মাহাবুবর রহমান (ঢাকা), সহঃ আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক (নেত্রকোনা), সমাজ কল্যাণ সম্পাদক হাজী সরাফত আলী (ঢাকা), সহঃ সমাজ কল্যাণ সম্পাদক আঃ হাই সিপাই (মাদারীপুর), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন (রংপুর), সহঃ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর নবী আকন্দ সাদা (শেরপুর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান জজ মিয়া (সিলেট), সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আঃ কাদির (হবিগঞ্জ), যুব ও ক্রীড়া সম্পাদক আত্তাব উদ্দিন (ঝিনাইদাহ), সহঃ যুব ও ক্রীড়া সম্পাদক কুরান আলী (গাইবান্দা), শিক্ষা বিষয়ক সম্পাদক বশির মাস্টার (জামালপুর), সহঃ শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (লক্ষীপুর), মহিলা বিষয়ক সম্পাদক ময়না বেগম (শরীয়তপুর), সহঃ মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা (নারায়নগঞ্জ), বন বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক (রাঙ্গামাটি), সহঃ বন বিষয়ক সম্পাদক হায়দার আলী (লালমনিরহাট), পরিবেশ বিষয়ক সম্পাদক মন্জুর আলী পন্চু (মেম্বার) (ঢাকা), সহঃ পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবর রহমান সেলিম (কুড়িগ্রাম), যোগাযোগ বিষয়ক সম্পাদক আনছার আলী (মানিকগঞ্জ), সহঃ যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ব আলী (নীলফামারী), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম সিদ্দিক (টাঙ্গাইল), সহঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম (পিরোজপুর), ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (ঢাকা), সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আফজাল মোল্লা (মাগুরা), ভূমি বিষয়ক সম্পাদক সিরাজুল হক (জামালপুর), সহঃ ভূমি বিষয়ক সম্পাদক মোঃ হারুন (ভোলা), গৃহায়ন বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন (বরিশাল), সহঃ গৃহায়ন বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান (নরসিংদী), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিকান্দার (বিঃ বাড়ীয়া), সহঃ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (রাজশাহী), কৃষি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন (কুষ্টিয়া), সহঃ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আলিম উদ্দিন (কিশোরগঞ্জ) ও খাদ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, চাদঁপুর (ঢাকা), সহকারী খাদ্য বিষয়ক সম্পাদক পদটি শূণ্য আছে।

এছাড়া সম্মানিত সদস্যবৃন্দরা হলেন- মোঃ বশির সরদার, আঃ রসিদ, মোজাম্মেল হক, ধলু মিয়া, আঃ রব মিয়া, সিদ্দিক, মফিজ খান, সোরহাব হোসেন, জহিরুল, ইদ্রিস মাঝি, কাশেম ভূইয়া, আলী হোসেন, জলিল মিয়া, নিজাম উদ্দিন, আঃ হাই, বারেক মোল্লা, ধীরেন্দ্র নাথ কর্মকার, মকবুল হোসেন, মতি খা, আঃ রব তালুকদার, খলিলুর রহমান, গিয়াস উদ্দিন ও মিজানুর রহমান।