Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাতীয় শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক

শরীয়তপুরে জাতীয় শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক
শরীয়তপুরে জাতীয় শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক

শরীয়তপুরে জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’২০২০-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুর মানসিকতার বিকাশ ঘটাতে হবে। তাদের ভালো শিক্ষা দিতে হবে। শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। আর এ অধিকার নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। শিশুর অধিকার নিশ্চিত করতে ইতিমধ্যে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে, শিশু একাডেমি গড়ে তুলেছে।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শামীম হোসেন সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সরল বড়ুয়া। এছাড়া জেলা শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শিশুদের প্রতিযোগিতার পুরষ্কার হাতে তুলে দেন নবাগত জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।