মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে জাতীয় শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক

শরীয়তপুরে জাতীয় শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক

শরীয়তপুরে জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’২০২০-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুর মানসিকতার বিকাশ ঘটাতে হবে। তাদের ভালো শিক্ষা দিতে হবে। শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। আর এ অধিকার নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। শিশুর অধিকার নিশ্চিত করতে ইতিমধ্যে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে, শিশু একাডেমি গড়ে তুলেছে।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শামীম হোসেন সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সরল বড়ুয়া। এছাড়া জেলা শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শিশুদের প্রতিযোগিতার পুরষ্কার হাতে তুলে দেন নবাগত জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।


error: Content is protected !!