Sunday 11th May 2025
Sunday 11th May 2025
শরীয়তপুর সখিপুর থানাধীন দক্ষিন তারাবুনিয়া "সুধী সমাবেশ"

আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি’র সকল ষড়যন্ত্র ব‍্যর্থ -পানিসম্পদ উপমন্ত্রী

আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি’র সকল ষড়যন্ত্র ব‍্যর্থ -পানিসম্পদ উপমন্ত্রী
 বিএনপি’র সকল ষড়যন্ত্র ব‍্যর্থ হচ্ছে, আওয়ামীলীগের উন্নয়নে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ‍্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলেই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে শরীয়তপুর সখিপুর থানাধীন দক্ষিন তারাবুনিয়া মাল বাজার মাঠ প্রাঙ্গনে ‘জয় বাংলা সেতু’র ভিত্তিপ্রস্তর ও দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এর উদ্বোধন উপলক্ষে “সুধী সমাবেশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ. কে. এম এনামুল হক শামীম, এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতে দেশ, আর পেছাবেনা বাংলাদেশ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী, জেলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ, ভেদরগঞ্জ সহকারী কমিশনার ভূমি শংকর চন্দ্র বৈদ্য, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মাল, সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরদারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈনিত নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।