শরীয়তপুর পূর্ব কোটাপাড়া র্যাবের হাতে ইয়াবা সহ সবুজ আটক
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শরীয়তপুর জেলার পালং থানাধীন পূর্ব কোটাপাড়া গ্রামস্থ বড় ব্রিজ এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসাযী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবর (১৯ অক্টোবর) সাড়ে ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কোটাপাড়া গ্রামস্থ বড় ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ বেপারী (২৩) নামে একজনকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
আটক সবুজ বেপারী শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাশখান গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে।
র্যাব জানায়, আটককৃত আসামী সবুজ বেপারীর নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি মাদক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।