
‘মা-ইলিশ সংরক্ষন’ অভিযান-২০২০ এর ৭ম ও ৮ম দিনে ভেদরগঞ্জ-এর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৪৫ জন জেলে, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল, ৮৫ কেজি ডিমযুক্ত ইলিশ মাছ ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার এবং ২ টি স্পীড বোট জব্দ কর হয়।
গত মঙ্গল ও বুধবার (২০ ও ২১ অক্টোবর) ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে সখিপুর থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এসব জেলে ও তাদের থেকে সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, মাছগুলো কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য ৪৫ জন জেলেকে কারাদণ্ড ও অর্থ প্রদান করেন। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |