
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর সদর উপজেলা শাখা পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু। বক্তব্যে সংসদ সদস্য ইকবাল হােসেন অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ নামক মানচিত্র দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সর্বদিক থেকে উন্নয়নের শিখরে পৌছে দিচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহবান করেন বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেয়। প্রধানমন্ত্রীর আহবানে দেশের মানুষ জঙ্গি-সন্ত্রাসীদের বর্জন করেছে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে। তরুণ প্রজন্মদের মানুষের সেবা করার সঠিক নিশানা দেখাবে স্বেচ্ছাবেকরা। মানুষের সেবা করার ব্রত নিয়েই স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতার্মীকে সমাজের কল্যাণে কাজ করতে হবে।
শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক সমীর চন্দ্র শীল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার, ছাত্রনেতা রূপক চক্রবর্তী প্রমূখ।