সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

পূজামন্ডপের নিরাপত্তায় শরীয়তপুরে আনসারের টহল টিম

পূজামন্ডপের নিরাপত্তায় শরীয়তপুরে আনসারের টহল টিম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় পূজামণ্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শরীয়তপুর জেলা প্রশাসনের সমন্বয়ে আনসার বাহিনীর ১২০ জন সদস্য টহল টিম হিসেবে কাজ করছে। এ বছর ২০২০ সালে শরীয়তপুর জেলায় ৯২ টি পূজা মণ্ডপে এ দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন গুলোতে আনসার বাহিনীর কয়েকটি দলে ১২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রাখা হয়েছে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভ্রাম্যমাণ টিম বিভক্ত হয়ে আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে।

পূজা শেষ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের সমন্বয়ে এসব আনসার সদস্য নিজ নিজ এলাকায় নিয়োজিত থাকবেন বলে ২৫ অক্টোবর রবিবার পূজা মণ্ডপগুলোতে পরিদর্শণকালে এ কথা জানিয়েছেন আনসার ও ভিডিপি শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।

পূজামণ্ডপ পরিদর্শণকালে আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মামুন হাওলাদার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আরিফ হোসেন, জেলা পূজামণ্ডপ সভাপতি মুকুল চন্দ্র রায়। এছাড়া উপস্থিত ছিলেন, সুশীল চন্দ্র দেবনাথ ও এডভোকেট রাধা রানী প্রমূখ।


error: Content is protected !!