মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর জেলা শহরের পূর্ব ধানুকায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুর জেলা শহরের পূর্ব ধানুকায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা যুবদল ও সদর পৌরসভা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শহরের পূর্ব ধানুকা স্কুল সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর পৌরসভা যুবদলের সভাপতি ডিএম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্টু।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ ঢালী, মো. কুদ্দুস সরদার, সাবেক ছাত্রদল নেতা ও সাবেক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহম্মদ মোল্যা, জেলা যুবদল নেতা মামুন চৌধুরী বাচ্চু, এড. লোকমান হোসেন, এড. আক্তার হোসেন, লাভলু খান ও শওকত সরদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা বিল্লাল হোসেন খান, আবু হানিফ শাহিন, সিদ্দিক ফকির, গোসাইরহাট উপজেলা যুবদল নেতা মোজাম্মেল হক, ভেদরগঞ্জ উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন সরদার, সদর উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, প্রচার সম্পাদক রুবেল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্যা, পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাঝি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক আজহার মৃধা, যুবদল নেতা নূর মোহাম্মদ, ফজলু সরদার, জাহিদ মোল্যা, মিজান, সেন্টু, শাহাদাত, মিলন, মিশুক, নড়িয়া উপজেলা যুবদল নেতা শাহীন আলম, সোহাগ মাঝি, সুজন বেপারী, ফয়সাল মোল্যা, হারুন বেপারী, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পদক বিএম জাহাঙ্গীর হোসেন, জাজিরা উপজেলা যুবদল নেতা আলী আহম্মদ মিয়া, রুবেল শেখ, রফিক মাঝি, আমির হোসেন, শুকুর মাদবর, আবু সাঈদ, জাজিরা পৌরসভা যুবলদ নেতা জসিম বয়াতি, দবির সরদার, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ভোটার বিহীন আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করে যাচ্ছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন বিএনপি আবার জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচার সরকারকে বিতারিত করে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার বলেন, শরীয়তপুর জেলা যুবলদের সভাপতি আরিফ মোল্যার নেতৃত্বে জেলা যুবদল ও সদর থানা যুবদল বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সক্রিয় ও সুশৃঙ্খল ভাবে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছেন বলেই আজকে আমরা যুবদল করতে পারছি। আমি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে সুস্থতা কামনা করছি এবং বিএনপি নেতা নুরুদ্দীন অপুর কারামুক্তির দাবি করছি।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদ সবুজ।


error: Content is protected !!