
শরীয়তপুরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর বুধবার বেলা ১১ টায় শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়ে এ মৌলিক দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়জুল বারী, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।