
ফ্রান্সের সরকার কর্তৃক বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন-এর প্রতিবাদে শরীয়তপুরে সমমাননা ইসলামী দল সমূহের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বুধবার ২৮ অক্টোবর সকাল ১০ টার দিকে শরীয়তপুর সমমাননা ইসলামী দল সমূহের উদ্যোগে পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে হইতে প্রধান প্রধান সড়ক হয়ে কোর্ট চত্বরে এসে শেষ হয়।
মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে এবং মাওলানা মুঈনুদ্দিন কাসেমী ও মাওলানা মাহদী হাসান সিরাজীর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুর রহমান, ফরায়েজী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আ: বাতেন ফরিদী, শরীয়তপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, বাংলাদেশ খেলাফত আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার শহিদুল্লাহ, জমিয়তে ইসলাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইদ্রিস কাসেমী, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর, বাংলাদেশ খেলাফত আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আ: কুদ্দুস তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি আ: রাজ্জাক, মুফতি কবির আহম্মদ ফরিদী, হাফেজ আব্দুস সাত্তার, জমিয়তে ইসলাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নাঈম আব্বাসী, আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ওয়াক্কাস আলী, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ দবির হোসেন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন, শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম, ফরায়েজী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী নাছির উদ্দিন, আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুকুল ইসলাম, ইকরা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রাকিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সদর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা শহিদুল্লাহ, সহ-সভাপতি মুফতী খবির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, যুব জমিয়তে ইসলামের সভাপতি মাওলানা ইয়াকুব আলী ও যুব জমিয়তে ইসলামের সদর উপজেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন। এছাড়া ইসলামী সমমাননা দলসমূহের অনেক নেতৃবৃন্দ ও ধর্মপ্রিয় মুসলিম জনতা প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ফ্রান্সের সরকার কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ করে যে ধৃষ্টতা দেখিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ব্যঙ্গ চিত্র প্রদর্শণ করে সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। তাই বিশ্ব মুসলিম আজ ফ্রান্স সরকারকে বয়কট ও প্রত্যাক্ষাণ করার ঘোষণা করছে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ সরকার প্রধানকে বলতে চাই ফ্রান্সের সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পণ্য সামগ্রী বর্জন করার জোর দাবি জানাচ্ছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |