Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
জেলা পুলিশের ভলিবল টিমকে

শরীয়তপুর খেলার পোশাক সামগ্রী ও ভলিবল বিতরণ করলেন পুলিশ সুপার

শরীয়তপুর খেলার পোশাক সামগ্রী ও ভলিবল বিতরণ করলেন পুলিশ সুপার

শরীয়তপুর জেলা পুলিশের ভলিবল টিমকে খেলার পোশাক সামগ্রী ও ভলিবল বিতরণ করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর শরীয়তপুর জেলা পুলিশের ভলিবল টিমের সকল সদস্যদের মাঝে খেলার পোশাক এবং টিমের জন্য ভলিবল বিতরণ করেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ লাইন্স পুলিশ পরিদর্শক/সঃ মোঃ সোলাইমানসহ জেলা পুলিশের ভলিবল টিমের ক্যাপ্টেন, কোচ ও অন্যান্য খেলোয়ারবৃন্দ।