
‘মা-ইলিশ সংরক্ষণ’ অভিযান-২০২০ এর ১৯তম দিনে ভেদরগঞ্জ-এর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২৬ জন জেলে, ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ডিমযুক্ত ইলিশ মাছ জব্দ কর হয়। গত রবিবার (১লা অক্টোবর) ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে সখিপুর থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এসব জেলে ও তাদের থেকে সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান, মাছগুলো কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য ২৬ জন জেলেকে কারাদণ্ড ও অর্থ প্রদান করেন। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।