
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরদার-এর শপথ অনুষ্ঠান জেলা প্রশাসক কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়।
রবিবার ১লা নভেম্বর ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আ: মান্নান হাওলাদারসহ ভেদরগঞ্জ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।