
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার ০২ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ জাতীয় দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেনের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস এম আব্দুল্লাহ আল মুরাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শরীয়তপুর প্রকৌশলী মোঃ ফজলুল হক অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান শেখসহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার জন্য সাবান ও জনসচেতনার জন্য মাস্ক বিতরণ করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |